গরমে আমাদের সবার প্রধান সমস্যা হলো পা এবং মোজার দুর্গন্ধ । অনেকেই প্রশ্ন করেন মোজার দুর্গন্ধ দূর করার উপায়, মোজা হিসেবে কোন ধরনের কাপড় নির্বাচন করা উচিত, কিভাবে পা এবং মোজার দুর্গন্ধ দূর করা যায় ইত্যাদি সম্পর্কে ।আজকের পোস্ট থেকে আমরা কতক্ষন মোজা পরা উচিত, মোজার কাপড় কেমন হবে, ময়লা হলে পরিস্কার করা ইত্যাদি বিষয়ে জানবো ।

{Trending Tricks} মোজার দুর্গন্ধ দূর করার ৫টি উপায়

পায়ে দুর্গন্ধ হওয়ার কারণ

আমাদের পায়ে অনেক ঘামগ্রন্থি থাকে । যখন আমরা পায়ে জুতা পরে থাকি তখন এই ঘাম গ্রন্থিগুলো বদ্ধ হয়ে থাকে । যার কারনে ঘামের মাত্রা বেশি হয় । যদি আমাদের মোজার কাপড় মোটা হয় তাহলে পা থেকে বের হওয়া ঘাম মোজা শুষে নেয় । ফলস্বরুপ মোজা থেকে দুর্গন্ধ বের হয় । মোজার দুর্গন্ধ দূর করার উপায় হিসেবে প্রধান কাজ হল আমাদের দুই অথবা তিন জোড়া মোজা ব্যবহার করা । এতে একটি ময়লা হবার পর আমরা অপরটি ব্যবহার করতে পারব ।

আরো পড়ুনঃ ২০২৪ সালে ফিলিপস চার্জার ফ্যানের দাম বাংলাদেশে কত বিস্তারিত জানুন

মোজা হিসেবে কোন ধরনের কাপড় নির্বাচন করা উচিত

মোজার দুর্গন্ধ দূর করার উপায় বিষয়টি জানার আগে আমাদের জেনে রাখা উচিত মোজা হিসেবে কোন ধরনের কাপড় সবথেকে ভালো । আমরা জানি, সুতি কাপড় অনেক আরামদায়ক । কিন্তু মোজার ক্ষেত্রে সুতি কাপড় মোটেও ভালো না । নিম্নে উল্লিখিত মোজার কাপড় সবচেয়ে ভালো হয়ঃ

  • সিন্থেটিক 
  • নাইলন
  • মিশ্র
  • পাতলা উল

এই ধরনের কাপড়ের তৈরী মোজা সবচেয়ে ভালো হয় । মোজা নির্বাচন করার মোটা কাপড় এর কেনা মোটেও উচিত না । বিভিন্ন ধরনের রঙিন মোজা ব্যবহার করা উচিত নয় । আমরা যে মোজা ব্যবহার করবো তা যেন খুব আঁটসাঁট না হয় ।

আরো দেখুনঃ অনলাইনে জিপিএফ হিসাব | জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম 2024

মোজা কত প্রকার

বাজারে বিভিন্ন ধরনের মোজা পাওয়া যায় । আলাদা আলাদা ধরনের মোজা আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয় । বিভিন্ন ধরনের মোজা ও তার ব্যবহার নিম্নে উল্লেখ করা হলোঃ

অ্যাংকল সকসঃ একে গোড়ালি মোজাও বলা হয়। এই ধরনের মোজা পরলে গোড়ালি পর্যন্ত ঢেকে যায়।

কোয়ার্টার সকসঃ এই ধরনের মোজা বাইক চালানো, দৌড়ানো ইত্যাদি কাজে ব্যবহার করা হয় ।

করু সকসঃ লম্বা বুট জুতা, হাইকিং ও ব্যাকপ্যাকিং করার জন্য এই ধরনের মোজা ব্যবহার করা হয় ।

গরমে আমাদের মোজা ব্যবহার ও প্রতিনিয়ত তার যত্ন নিলে আমাদের পা ও মোজা দুটোই দুর্গন্ধ থেকে বাচতে পারে । মোজার দুর্গন্ধ দূর করার উপায় হিসেবে আমাদের সঠিক নিয়ম মেনে চলতে হবে ।

দেখতে পারেনঃ যেভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে হয়

কিভাবে মোজার যত্ন নেওয়া যায় ?

যাদের সবসময় জুতা পর‍তে হয়, তাদের দুই জোড়া মোজা রাখা উচিত । যখন এক জোড়া নোংরা হয়ে যায় তখন অন্য জোড়া ব্যবহার করা উত্তম এবং নোংরা জোড়াকে ধুয়ে দিতে হবে । এছাড়াও কিছু ঘরোয়া উপায় আছে যার দ্বারা মোজা পরিস্কার রাখা যায় । মোজার দুর্গন্ধ দূর করার উপায় নিম্নে উল্লেখ করা হলোঃ

  • মোজার দুর্গন্ধ দূর করার উপায় হিসেবে প্রথম ও প্রধান কাজ হল প্রতিদিন মৌজা ধুয়ে দেওয়া ।
  • কুসুম গরম পানিতে হালকা লবন দিয়ে মোজা সেই পানিতে কিছুক্ষন রাখতে হবে ।
  • পায়ের দুর্গন্ধ দূর করার জন্য ভিনেগার মেশানো পানি, লেবুর এসেনশল তেল, টি ট্রি তেল ইত্যাদি ব্যবহার করলে পায়ের দুর্গন্ধ দূর হয়ে যায় ।
  • এছাড়া লেবুর সাথে বেকিং সোডা ব্যবহার করলেও পায়ের দুর্গন্ধ দূর হয়ে যায় ।

লেখকের মন্তব্য

আশা করি আমাদের এই আর্টিকেল থেকে আপনি মোজার দুর্গন্ধ দূর করার উপায় সম্পর্কে যথাযথ তথ্য পেয়েছেন । আমাদের এই আর্টিকেল যদি আপনার একটু হলেও কাজে আসে তবে আমাদের পরিশ্রম স্বার্থক ।

আমরা এর পাশাপাশি আপনাদের কাজে আসবে এইরকম আরো নানা রকমের পোস্ট আমাদের ওয়েবসাইট এ প্রকাশ করে থাকি । নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন । ধন্যবাদ ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments