বর্তমানে বাংলাদেশের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে কোটা আন্দোলন যা বিগত দেড় মাস ধরে চলমান রয়েছে। চলতি বছর ৫ জুন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ চাকরীতে ৫৬ শতাংশ কোটা বহাল রাখার আদেশ দেন এবং ২০১৮ সালের পর এটি আবার নতুন করে আলচনায় আসে ২০২৪ এ এবং এই রায়ের প্রতিবাদে শুরু হয় আন্দোলন। সাধারণ শিক্ষার্থীরা দেশব্যাপী আন্দোলন করে চলেছে কোটা সংস্কারের দাবীতে। দেশের অধিকাংশ মানুষই মনে করছেন তাদের এই দাবী শতভাগ যৌক্তিক এবং তারা এই ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। ইতিমধ্যে কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে।
সরকারের লিভ টু আপিলের শুনানি শেষে রোববার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন যে এখন থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। আর ৫% মুক্তিযোদ্ধা কোটা, ১% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, ১% প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে। ইতিমধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে চলমান কোটা আন্দোলন নিয়ে ক্যাপশন, উক্তি, স্লোগান ও স্ট্যাটাস গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন।
কোটা আন্দোলন নিয়ে ক্যাপশন
কোটা আন্দোলন নিয়ে ইতিমধ্যেই নানারকম ক্যাপশন দেখতে পাওয়া যাচ্ছে। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সবাই। যেহেতু একটি দাবী আদায়ের জন্য এই আন্দোলন সেহেতু আপনিও চাইলে এই ক্যাপশন গুলো দেখে নিতে পারেন এবং সমর্থন জানাতে পারেন। এই ক্যাপশন গুলো জানার ফলে আপনি আরও নতুন ক্যাপশন নিজেও তৈরি করতে পারবেন। নিচে কিছু ক্যাপশন উল্লেখ করা হলোঃ
“কোটা প্রথা নিপাত যাক;
মেধাবীরা মুক্তি পাক।”
“দফা এক দাবী এক;
কোটা নট কাম ব্যাক।”
“কোটা দিয়ে কামলা নয়
মেধা দিয়ে আমলা চাই।”
“কোটা হটাও দাবীতে
রক্ত কেন মাটিতে???”
“সংবিধানের মূলকথা
সুযোগের সমতা।”
“চেয়েছিলাম অধিকার
হয়ে গেলাম রাজাকার।”
“বন্ধ থাকুক লেখাপড়া
অন্ধ থাকুক জাতি
আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি।”
এখানে আমরা মাত্র কয়েকটি ক্যাপশনের উল্লেখ করলাম। এগুলো ছাড়াও আরও অনেক ক্যাপশন রয়েছে যেগুলো আপনি আন্দোলনকারীদের প্ল্যাকার্ড থেকেই দেখতে পাবেন। এছাড়া সোশ্যাল মিডিয়াতে অনেকেই এসব ক্যাপশন শেয়ার করছেন বর্তমানে। আপনি সেখান থেকেও প্রচুর ক্যাপশনের আইডিয়া পেতে পারেন।
কোটা আন্দোলন নিয়ে উক্তি
কোটা আন্দোলন নিয়ে বিভিন্নজন বিভিন্ন উক্তি দিচ্ছে এবং আর এসব উক্তি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে। দেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবাই এই আন্দোলনে শরীক হয়েছে। কখনও কখনও সাধারণ মানুষও যোগ দিয়েছেন তাদের সাথে।
ইতিমধ্যেই উচ্চ আদালতের আপিল বিভাগ শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে এবং আশা করা যায় প্রকৃত মেধাবীরা তাদের মেধাচর্চার সুযোগ পাবে। কোটা আন্দোলনের প্রতিটি উক্তি আপনার মনে দাগ কাটতে বাধ্য কারণ এই উক্তি গুলো আমাদের প্রিয় শিক্ষার্থীদের দাবীর প্রকাশক হিসেবে কাজ করছে। নিচে এমন কিছু উক্তি উল্লেখ করা হলোঃ
“সারা বাংলা খবর দে
কোথা প্রথার কবর দে।”
“কোটায় যদি চাকরী হয়
যোগ্যতার কি দাম রয়?”
“কোটা ছাড়া চাকরী চাই
প্রতিযোগিতা করে বাঁচতে চাই।”
“স্বাধীন বাংলায় কোটা বৈষম্য চলবে না।”
“কোটা পদ্ধতি বাতিল হোক,
মেধাবীদের মূল্যায়ন হোক।”
“বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই।”
এরকম আরও অনেক উক্তি রয়েছে যেগুলো আপনাকে অনুপ্রাণিত করবে। আপনি এসব উক্তিগুলো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজফিডে ব্যবহার করতে পারেন। এছাড়া সেখান থেকে আপনি আরও কিছু উক্তি সংগ্রহ করে নিতে পারেন। এখন অনেকেই নিজেরমত করেই সাজিয়ে বিভিন্ন উক্তি লিখছে, আপনিও চাইলে তেমন কিছু করতে পারেন।
কোটা আন্দোলন নিয়ে স্লোগান
এই কোটা আন্দোলনের স্লোগানের শেষ নেই। যে যেভাবে পারছে সেভাবেই তাদের যৌক্তিক দাবীকে উপস্থাপন করেছে এবং স্লোগান গুলো দাবী উপস্থাপনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগানের মাধ্যমে তাদের আন্দোলনকে আরও বেগবান করেছে। প্রতিদিন নতুন নতুন স্লোগান তারা দিয়েছে এবং এসব স্লোগান ছিলো অন্যদের মুখে মুখেও। নিচে এই কোটা আন্দোলনের কিছু জনপ্রিয় কিছু স্লোগান দেখে নিনঃ
“কোটা না মেধা
মেধা মেধা!!”
“তুমি কে? আমি কে?
রাজাকার রাজাকার
কে বলেছে? কে বলেছে?
সরকার সরকার।”
“আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না।”
“কোটা মুক্ত দেশ চাই”
“বাংলার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার,
একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার।”
“আমার ভাই মরলো কেন?
জাবাব চাই জাবাব দাও।”
“আমার সোনার বাংলায়
বৈষম্যের ঠাই নাই।”
“ছাত্র সমাজের একশন ডাইরেক্ট একশন
মেধাবীদের একশন ডাইরেক্ট একশন
আগামির একশন ডাইরেক্ট একশন।”
কোটা আন্দোলনের স্ট্যাটাস
কোটা আন্দোলনের শুরু থেকেই বিভিন্নজন এই বিষয় নিয়ে স্ট্যাটাস দিয়ে তাদের অবস্থান বুঝিয়েছেন। আপনি বিভিন্ন তারকাদের ভেরিফায়েড আইডিতে গেলেই এই সম্পর্কিত স্ট্যাটাস দেখতে পাবেন। এছাড়া সাধারণ মানুষ তো আছেই, তারা ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে একাধিক স্ট্যাটাস দিয়ে বারবার এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন। আপনি যদি এমন স্ট্যাটাস দিতে চান তাহলে দিতেই পারেন। এ ক্ষেত্রে আমরা স্ট্যাটাস এর কিছু ধারণা আপনাদের সামনে উপস্থাপন করবোঃ
“বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবী যৌক্তিক।” – কোটা আন্দোলনকারী
“কোটা ব্যবস্থা মেধাবীদের বঞ্চিত করছে।” – বিশিষ্টজন
“মেধার পরিচয় দিয়েই যেকোনো জায়গায় সুযোগ পাওয়া উচিৎ, কোটার জোরে নয়।” – কোটা আন্দোলনকারী
“যোগ্যতার ভিত্তিতে সুযোগ পেলেই জাতি এগিয়ে যাবে।” – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শেষ কথা
কোটা আন্দোলন নিয়ে বলার শেষ নেই, তারপরও বলতে হয় যে সর্বশেষ যে সমাধান পাওয়া গিয়েছে সেটা অবশ্যই সন্তোষজনক। আশা করা যায় আপনারা কোটা আন্দোলন নিয়ে ক্যাপশন, উক্তি, স্লোগান ও স্ট্যাটাস গুলো এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পেরেছেন। এছাড়াও যদি আপনারা আরও নতুন ক্যাপশন বা স্লোগান আপনার কাছে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
Related Posts:
Sumon is a health specialist and sociologist dedicated to improving community well-being. With expertise in public health and social dynamics, HE has led numerous health initiatives and conducted impactful research. Passionate about fostering healthier communities through informed, compassionate care, Sumon combines knowledge and empathy to create holistic solutions.
2 Comments